জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব

ছাত্র-ছাত্রীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। ছবি: সুমন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: এসএম ফাউন্ডেশনের আয়োজনে এবং ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় জামালপুরে হয়ে গেল বৃক্ষ বিতরণ উৎসব-২০২১।

২০ নভেম্বর জামালপুর পৌরসভার হযরত শাহ্জামাল (রহ.) স্কুল এন্ড কলেজে বেলা ১১টায় বৃক্ষ বিতরণ উৎসবে এসএম ফাউন্ডেশন, জামালপুরের সমন্নয়কারী এসকে সাদী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।

এছাড়াও বক্তব্য রাখেন- সনাক, জামালপুরের সভাপতি অজয় পাল, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, ‘প্রকৃতি ও মানুষ’ এর সমন্নয়ক সুমন মাহমুদ প্রমুখ।

বৃক্ষ বিতরণ উৎসব সম্পর্কে এসএম ফাউন্ডেশনের সমন্নয়কারী এসকে সাদী রাসেল বলেন, আমরা গত ১০ বছর যাবৎ জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব করে আসছি। প্রতি বছর বর্ষাকালে আমরা উৎসবটি করে থাকি এবার করোনার কারণে সংক্ষিপ্ত আকারে অনেক পরে এসে করতে হলো। আমরা কোন বছরই উৎসবটি বাদ দিতে চাইনা। আমরা আগামী বছর আরও বড় পরিসরে উৎসবটি করতে পারবো বলে আশা রাখি।

আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।