জামালপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা ও স্কুল ব্যাগ বিতরণ

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুরে বিনামূল্যে চক্ষুসেবা, বহুমূখী উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিলদানি বক্স ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র এবং গরু বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগেন্ট প্লাস।

৭ নভেম্বর দুপুরে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগেন্ট প্লাস।

লায়ন মো. হাবিবুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্যাট এরিয়া লিডার লায়ন নাজমুল হক পিএমজেএফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজে, প্রথম জেলা গভর্ণর লায়ন শরীফ আলী খান এমজেএফ, দ্বিতীয় জেলা গভর্ণর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ, লায়ন তামান্নাসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ১২৫ জন শিক্ষার্থীকে মাঝে খাতা কলম, পেন্সিলদানি বক্স বিতরণ করা হয়।

এছাড়াও অসহায়, দুস্থ নারী-পুরুষের মাঝে ২শ’ শাড়ি, লুঙ্গি এবং সাড়ে তিন শতাংশ জমিসহ ঘরের চাবি ও দলিল তুলে দেন নেতৃবৃন্দ ।