অবৈধ বালু উত্তোলন বন্ধ হলেই নদী ভাঙ্গন রোধ হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে দেশে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন তীব্রতর হচ্ছে। এই অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে সকলকে প্রতিহত করার বিষয়ে আহ্বান জানান তিনি।

১ নভেম্বর অপরাহ্নে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকাসহ যমুনা নদী ভাঙ্গন পরিদর্শন শেষে নদী ভাঙ্গন প্রতিরোধে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নদী ভাঙ্গন পয়েন্ট পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথির অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, হোসনে আরা এমপি, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।