সরিষাবাড়ীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৬ অক্টোবর সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন-প্রতিনিধিদের সাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে ২৬ অক্টোবর মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস উপস্থিত ছিলেন । এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতারা অংশ নেন।

সভায় উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন ।

অপরদিকে এদিন বিকালে কামরাবাদ, পৌরসভার তাড়িয়াপাড়াসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুল রেজা বিশ্বাস।