জামালপুর সদরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ সভা

জামালপুর সদর উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর জামালপুর সদর উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লরেন্স লোটাস চিরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক লিটন সরকার। অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ সরকার নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে ৫৪টি জেলায় ৩৩৫টি উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারি, বেসরকারি এবং পরিবার পর্যায়ে স্থাপিত নলকূপ পরীক্ষা করা হবে। এরই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে জামালপুর ও শেরপুর জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নের কার্যক্রম শুরু করেছে।