বকশীগঞ্জে নিজের সম্মানী ভাতা শিক্ষার্থীদের দিলেন মুক্তিযোদ্ধা আফসার আলী

বকশীগঞ্জে নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার বর্ধিত অংশ দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।

১৭ অক্টোবর দুপুরে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার করলে বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ভাতার বর্ধিত অংশ (৮ হাজার টাকা) প্রতি মাসে অসহায়, দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।