বকশীগঞ্জে এলজিইডির নবনির্মিত সেতু উদ্বোধন

সেতু উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনবার্সন প্রকল্পের আওতায় নবনির্মিত ৫১ মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতু ১১ অক্টোবর দুপুর ১২টায় উদ্বোধন করা হয়েছে।

মেরুরচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামে নির্মিত সেতুটি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, এলজিইডির উপজেলা প্রকৌশলী শামছুল হক, আবুল কালাম আজাদ এমপির একমাত্র মেয়ে মরিয়ম আজাদ লিমা, জামাই সাইফুল ইসলাম নিটন, সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের প্রোপাইটর শ্যামল চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে চুক্তিমূল্য ২ কোটি ৪৭ লাখ ১৩ হাজার ২০০ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজ সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে।