ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়।

ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মনওয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে।