দেওয়ানগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক হওয়া শহীদুল ইসলাম নাদু। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র পাইপগান ও ধারালো ছোড়াসহ শহিদুল ইসলাম নাদু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন জামালপুর র‌্যা্ব-১৪ নায়েক সুবেদার আফতাব উদ্দিন।

২ অক্টোবর রাতে দেওয়ানগঞ্জ গেইটপাড়া বটতলা থেকে ওই যুবককে আটক করা হয়। শহিদুল ইসলাম নাদু উপজেলার চিকাজানি ইউনিয়নের রামপুরা গ্রামের ওয়াজেদ আলী খোকার ছেলে।

জানা গেছে. ২ অক্টোবর রাতে নাদু দেশীয় অস্ত্র পাইপগান ও ছোড়া নিয়ে দেওয়ানগঞ্জ গেইটপাড় এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেন র‌্যাব। মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই জসিম উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতি মাদকসহ ৭-৮ মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, ২ অক্টোবর রাতে নাদুকে আটক করে ৩ অক্টোবর সকালে থানায় হস্তান্তর করলে দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।