দেওয়ানগঞ্জে করোনা প্রতিরোধে উন্নয়ন সংঘের মাস্ক বিতরণ

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে অতীতের ধারাবাহিকতায় উন্নয়ন সংঘ উপকারভোগীদের মাঝে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। ২৬ সেপ্টেম্বর স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সীডস প্রকল্পের আওতায় মাস্ক বিতরণের উদ্বোধনী দিন উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ২৪৫ জন উপকারভোগীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

চুকাইবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃব্ন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান। সার্বিক সহযোগিতায় ছিলেন সিডস প্রকল্পের মাঠ সহায়ক বাবুল মিয়া।

উল্লেখ দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় আড়াই হাজার পরিবারের মাঝে ১২ হাজার ৫০০ মাস্ক এবং ৪২টি পালস অক্সিমিটার বিতরণ করা হচ্ছে।