দেওয়ানগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ

দেওয়ানগঞ্জে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ হয়েছে।

২১ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদের সভাপতিত্বে ১২০ জন বাছাইকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।

প্রতি বিঘা মাটিতে চাষের জন্য ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বাবু পরেশ চন্দ্র দাশ, মৎস কর্মকর্তা শফিউল আলম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রতন কুমার বসাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হোসেন রাজু, সাংবাদিক তারেক মাহমুদ, কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সুবিধাভোগী চাষীরা।