দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

দেওয়ানগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মুশের্দা জামান। ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার পৌর শহরের রেলওয়ে উচ্চবিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে ১১০ জন বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল ও চিড়া বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান প্রমুখ।

দেওয়ানগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান জানান, ১১০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম করে নুডলস বিতরণ করা হয়। এছাড়াও বন্যা কবলিত ইউনিয়নগুলোতে ১১ মেট্রিকটন চাল ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।