বকশীগঞ্জে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন

বকশীগঞ্জে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে শিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রভাষক রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকতা মোহাম্মদ ছরুয়ার আলম, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মনোয়ারা বেগম প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার ১৬টি কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।