জামালপুর হ্যালো মেয়র টিমের কাছে রাজার অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

জামালপুর উন্নয়ন কর্মসূচি (রাজা)র পক্ষ থেকে পৌর মেয়রের নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা সংক্রমণে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে ও সুরক্ষায় জামালপুর উন্নয়ন কর্মসূচি (রাজা)র উদ্যোগে জামালপুর পৌরসভার হ্যালো মেয়র টিমের হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। ১ সেপ্টেম্বর আবুল খায়ের গ্রুপের সৌজন্যে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম শেলী, জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহসভাপতি মঞ্জুরুল এহসান মঞ্জু, সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌস, মানবাধিকার সংগঠক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

উল্লেখ জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জামালপুর পৌরসভা করোনায় মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের সুরক্ষায় হ্যালো মেয়র টিম দ্রুত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে আসছে। চাহিদার তুলনায় সিলিন্ডার কম থাকায় পৌরসভা সমস্যা মোকাবেলা করে আসছিল। ১০টি সিলিন্ডার পেয়ে সমস্যা নিরসনে ভূমিকা রাখবে বলে পৌরসভা মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন মত ব্যক্ত করেন।