শেরপুরে অতিদরিদ্র মেধাবী পরীক্ষার্থীদের আর্থিক অনুদান দিল ডপস

শেরপুরে অতিদরিদ্র মেধাবী পরীক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে মেধাবী ও অতিদরিদ্র এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফরম ফিলাপের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন দ্যা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ফর দ্যা হেল্ফলেস এন্ড পুওর স্টুডেন্টস বা ডপস।

২১ আগস্ট সকালে জেলা শহরের গৌরীপুর এলাকায় ডপসের অস্থায়ী কার্যালয়ে ২৭ জন মেধাবী পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ফরম পূরণের অনুদানের অর্থ।

এসময় প্রধান অতিথি ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহীন মিয়া বিএসপি। এদিন এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিক ও কবি রফিক মজিদ, কবি হাসান সরাফত, ডপসের প্রশাসনিক কর্মকর্তা সার্জেন্ট (অব.) শহিদুর রহমান, ডপস সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতি বছরের মত এবারও শেরপুর সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী থেকে ডপসের সহায়তায় অন্তত ২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।