নকলায় যুবলীগের প্রস্তুতিমূলক সভা, মাস্ক বিতরণ

প্রস্তুতিমূলক সভা শেষে মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় আগামী ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ১৯ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে পৌরশহরের উত্তরবাজারস্থ সুমাইয়্যা প্লাজায় যুবলীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জুু, রেজাউল করিম রিপন, সদস্য মো. হুমায়ুন কবির বর্ষা, মো. রফিকুল ইসলাম, মো. মরতুজ আলী, মো. সরফরাজ খান, মো. আকরাম হোসেন, মো. ফরিদ উদ্দিন, মো. আদীল আহমেদ সরকার পল্লব প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে যুবলীগ লেখা সম্বলিত মাস্ক তুলে দেন নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল বলেন, আগামী ২১ আগস্ট উপজেলা যুবলীগের পক্ষ থেকে কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির মধ্যে রয়েছে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকাল ৪টার সময় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।