ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির টাকা বিতরণ

গাইবান্ধা ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির টাকা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ পরিস্থিতিতে ‘মানবিক সহায়তা কর্মসূচি’র টাকা বিতরণ করা হয়েছে। ইউনিয়নের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ৫০০ টাকা হারে ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদেী হাসান টিটু, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, মানবিক সহায়তার টাকা ঈদের আগেই বিতরণ করার কথা ছিল। ঈদে ভিজিএফ চাল বিতরণ করায় অসহায় পরিবারদের অসহায়দের দুস্থদের সঠিক যাচাই বাছাই করা সম্ভব হয়নি। তাই প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা তৈরি করেই বিতরণ করা হল।