দেওয়ানগঞ্জে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি উদ্বোধন

দেওয়ানগঞ্জে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে সরকারিভাবে বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে গণহারে টিকা প্রদান শুরু হয়েছে। ৭ আগস্ট সকালে পৌর শহরের কামিল মাদরাসায় গণটিকার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আহসান হাবীব জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর শহরের একটিসহ ৯টি কেন্দ্রে ২৭টি বুথের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে ৬০০ হিসাবে ৪ হাজার ৮০০ জনকে টিকা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবীব, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন প্রমুখ।