
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তঃজেলা ৬ চোরা কারবারির সদস্যদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। গত জুলাই মাস জুড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মজিদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ওই মোটর সাইকেলগুলো উদ্ধার করে পুলিশ। একই সাথে আন্তঃজেলা চোরা কারবারি দলের ৬ সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। ওই মোটর সাইকেলগুলোর প্রকৃত মালিকরা তাদের কাগজপত্র দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে তা গ্রহণ করতে পারবেন। ওসি সরিষাবাড়ী নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, গত জুলাই মাস জুড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরা কারবারি দলের ৬ সদস্যকে আটক করা হয়। একই সাথে তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকদের এসব মোটরসাইকেল থানায় যোগাযোগ করার জন্য বলা হযেছে।
বাংলার চিঠি ডেস্ক : 
















