ইসলামপুরে নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, আর্থিক সহায়তা

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদী ভাঙ্গন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

২৮ জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও একবান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল। তিনি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলা, সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন সবাইকে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মর্তুজা, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।