জামালপুরে র‌্যাবের অভিযানে সাড়ে ২২ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার করগ্রাম পূর্বপাড়ায় ১৮ জুলাই দুপুরে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ মো. ইউসুফ আলী (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাজানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার, সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে একটি আভিযানিক দল ১৮ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার করগ্রাম পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৩৭০ টাকা উদ্ধার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।