দেওয়ানগঞ্জে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধন করেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনা পাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৭ জুলাই সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের জিআর চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা এনামুল হাসান জানান, কোভিড-১৯ পাদুর্ভাবে কর্মহীন মানুষের জন্য উপজেলার ৮টি ইউনিয়নে ১৬ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ পেয়েছি। প্রতি ইউনিয়নে ২০০ পরিবার ১০ কেজি করে চাল পাবে।

চাল বিতরণ করেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

প্রথমদিনে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নে ৩৭৬ পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, মুড়ি, আলু, পিঁয়াজ ও কাঁচা মরিচ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান ও ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খাঁন।

অপরদিকে পাররামরামপুর ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ২ মেট্রিক টন চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা ফিরোজ মিয়া ও ইউপি সদস্যবৃন্দ।