ইসলামপুরে দুই করোনা রোগীর বাড়িতে লকডাউন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা পজেটিভ হওয়ায় দুই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে লকডাউন করেছে প্রশাসন। ৩ জুলাই রাতে এ পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয় সুত্র জানায়, এ উপজেলায় এ বছর পর্যায়ক্রমে নমুনা পাঠালে ২৮ জনের পজেটিভ ও অনেকের রিপোর্ট আসে নেগেটিভ। ৩ জুলাই কয়েকজনের নমুনা পাঠালে তার মধ্যে দুই নারীর করোনা পজেটিভ আসে। পরে রাতে পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ গ্রামে দুই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছে প্রশাসন। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর ও অপরজনের বয়স ২০ বছর বলে জানা গেছে।

আক্রান্ত নারীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের পূর্ব থেকেই শ্বাসকষ্ট ছিল। এখন তাদের শরীরে কিছুটা তাপমাত্রা রয়েছে। তবে বেশ কয়েকদিন ধরে শরীরে কিছুটা তাপমাত্রা ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, ইসলামপুরে করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত বছর ২২০ জন করোনা রোগীর চিকিৎসা দিয়েছি। এ বছর এখন পর্যন্ত উপজেলায় ২৮ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম জানান, করোনা পজেটিভ হওয়ায় দুই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছি। ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশেক্রমে আমরা উত্তর দরিয়াবাদ মেমরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে ২০ ছিটের আইসোলেশন কেন্দ্র প্রস্তুত রয়েছে। করোনা মোকাবেলা ও লকডাউন বাস্তুবায়নে প্রতি নিয়তই কাজ করছি।