মেলান্দহে শহীদ মুক্তিযোদ্ধা সমরের সমাধিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন

শহীদ মুক্তিযোদ্ধা সমরের সমাধিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা সমরের সমাধিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শহীদ সমরের আদিপৈত গ্রামস্থ পারিবারিক কবরস্থানে এই সমাধি নির্মাণ কাজের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

এ উপলক্ষে ১৭ জুন বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ হানাদারমুক্তকারি আব্দুল করিম মেম্বার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-ইউএনও শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি কিসমত পাশা, সমরের বংশের রঞ্জু মোল্লা প্রমুখ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ সমরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তার এই সমাধিসৌধ নির্মাণ করা হচ্ছে।