সরিষাবাড়ীতে ৭ শতাধিক নিম্নআয়ের পরিবারের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ

সরিষাবাড়ীতে নিম্নআয়ের পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাত শতাধিক অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ১০ মে সকালে পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে এসব বস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন।

শাড়ি নিতে আসা উপজেলার চরপাড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা রেজিয়া বেওয়া জানান, প্রতি বছর আবুল ভাই আমাগো কাপড় দেয়। এবারও টাকা ও কাপড় দিয়েছে। ওনার কাপড় না হলে ঈদে নতুন কাপড় পড়তে পারতাম না গো।

শহিষার চরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শামছুল হক লুঙ্গি ও টাকা হাতে নিয়ে বলেন, করোনার এ সময়ে আবুল কাকার টাকা না পেলে ঈদে ছেলে মেয়েদের সেমাই কিনে দিতে পারতাম না। কিছুটা হলেও ঈদে আনন্দ খুঁজে পাবো।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান ও পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহসিনা খাতুন স্বপ্না।