ইসলামপুরে দরিদ্ররা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

দরিদ্রদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে পলবান্ধা ও গাইবান্ধা অতিদরিদ্র, দুর্যোক্রান্ত, ভিক্ষুকসহ দুঃস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জিআর ও ভিজিএফ কর্মসূচীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৭ মে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা ইউনিয়নে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ৫০০ পরিবারে ৫০০ টাকা করে ২ লাখ ২৫ হাজার টাকা ও ৬ হাজার ২১৫ জনের অনুকূলে ২৭ লাখ ৯৬ হাজার ৭৫০ টাকা এবং পলবান্ধা ইউনিয়নে ৪ হাজার ১০০ জনের অনুকূলে ১৮ লাখ ৪৫ হাজার টাকা ও ৫০০ টাকা করে ৫০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসনের নিদের্শনা অনুযায়ী এই কার্যক্রম আগামী ১০ মে’র মধ্যে বিতরণ করার কথা রয়েছে।