ইসলামপুরে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

পিরানহা মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিষিদ্ধ ও রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। ২৯ এপ্রিল দুপুরে ইসলামপুর বাজারে (ঠাকুরগঞ্জ নিত্য বাজার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান।

এ সময় তিনি নিষিদ্ধ ও রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির দায়ে মো. জুয়েল রানাকে (২২) মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লংঘনের দায়ে ৫ ধারায় ৫০০ টাকা জরিমানা ও ২০ কেজি পিরানহা মাছ জব্ধ করেন।

অভিযানে ইসলামপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান বলেন, পিরানহা মাছটি রুপচাঁদা মাছ বলে বিক্রয় করে আসছিলেন। সে লক্ষেই জনসাধারণকে এ মাছ ক্রয় করা থেকে বিরত থাকতে এবং মাছ ব্যবসায়ীদের নিষিদ্ধ ও রাক্ষুসে পিরানহা মাছ বিক্রয় না করতে নির্দেশ দেওয়া হয়েছে।