ইসলামপুরে বালু উত্তোলনের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পার্থশী ইউনিয়নের মোরাদাবাদ ঘাট এলাকায় যমুনাপাড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম। তিনি বলেন, কোনোভাবেই এ উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধকরণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান এবং পার্থশী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, প্রবীণ শিক্ষক জুবায়দুর রহমান দুলাল, পার্থশী ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ আবু প্রমুখ।

বক্তারা অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনের নানাদিকসহ বালু উত্তোলনের ক্ষয়ক্ষতির বিষয়াবলি নিয়ে আলোকপাত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বালু ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণমাধ্যকর্মী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।