দেওয়ানগঞ্জে দরিদ্রদের পাশে ডা. খাইরুল আলম

দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ডা. খাইরুল আলম ও তার সহধর্মীনি ডা. নাহিদা আকতার। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোভিড-১৯ ও মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারদের পাশে দাঁড়িয়েছেন সেভ দা চিল্ড্রেনের পরিচালক ডা. খাইরুল আলম। প্রতিবছরের মত এবারও স্বাস্থ্যবিধি মেনে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, বুট, চিনি, খেজুর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি।

দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ডা. খাইরুল আলম ও তার সহধর্মীনি ডা. নাহিদা আকতার। ছবি : বাংলারচিঠিডটকম

২৩ এপ্রিল সকালে পৌর শহরের নতুন কুড়ি বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর সেভ দা চিল্ড্রেনের পরিচালক ডা. খাইরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- তাঁর সহধর্মীনি ডা. নাহিদা আকতার, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, এসআই কামরুজ্জামান ও আওয়ামী লীগ নেতা যুবরাজ।