ইসলামপুরে জনসচেতনতা বাড়াতে তৎপর প্রশাসন, পুলিশের মাস্ক বিতরণ

ইসলামপুরে পুলিশের নিয়মিত অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে উপজেলা ও পুলিশ প্রশাসন। জনসচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহারে শতভাগ কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালান।

অন্যদিকে জনসচেতনতা বাড়াতে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে ১৯ এপ্রিল ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া এবং ওসি মো. মাজেদুর রহমান প্রচারণা চালান ও শহরের বিভিন্ন মোড়ে মাস্ক বিতরণ করেন।

পুলিশের মাস্ক বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, লকডাউন কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সব জায়গায় অভিযান চলমান রয়েছে।