জামালপুরে ইসিসিডি রিসোর্স দলের দিনব্যাপী কর্মশালা

জামালপুরে ইসিসিডি বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি (ইসিসিডি) ২০১৩ পরিচালনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জেলা পর্যায়ের রিসোর্স দলের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩১ মার্চ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক সাযযাদ আনসারী, জেলা ব্র্যাক প্রতিনিধি মনির হোসেন খান, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ। অনুষ্ঠানের সহায়কের দায়িত্ব পালন করেন ডিআরটি সদস্য ডা. নিশাত, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রবেশন কর্মকর্তা আব্দুছ ছালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপ্না।

ইউনিসেফ এর সহায়তায় কর্মশালার আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি জামালপুর জেলা শাখা।

কর্মশালায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের গুরুত্ব, বর্তমানে বাংলাদেশে ইসিসিডির অবস্থা ও ইসিসিডি পলিসির প্রয়োজনীয়তা, নীতিমালার বিষয়বস্তু, জাতীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটির সদস্যদের দায়দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয়। পরে নীতিমালার সফল বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।