বকশীগঞ্জে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে মতবিনিময় ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উক্ত কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

১৮ মার্চ দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান উক্ত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।

একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মো. আমানুজ্জামান, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী, বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার শাহীন, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় ও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত সচিব গাজী মো. সাইফুজ্জামান।