দেওয়ানগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, দেওয়ানগঞ্জ মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সাভিস, জিল বাংলা ওয়ার্কাস ইউনিয়ন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রথম প্রহরে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, ড. আহসান হাবীব, মেয়র প্রার্থী ফারিন হোসেন দিদার, শেখ মোহাম্মদ নূরুন্নবী অপু, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সাধারণ সম্পাদক মদন মহন ঘোষ প্রমুখ।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিধি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ। ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।