বকশীগঞ্জে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানন আব্দুর রউফ তালুকদার।ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তিনতলা ফাউণ্ডেশন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

১৯ ফেব্রুয়ারি বকশীগঞ্জের মেরুর চর ইউনিয়নের পুরান টুপকার চর ঐতিহ্যবাহী সরকারবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের তিনতলা ফাউণ্ডেশন মসজিদের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক সরোয়ার জামান মিস্টার, রাষ্ট্রপতি কার্যালয়ের স্টাফ মো. মোক্তারুজ্জামান মোক্তার, বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান, মেরুর চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিেয়াস মিয়া, মসজিদ কমিটির সভাপতি ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, সাঃ সঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যমবসায়ী এস এম রাশেদুজ্জামান রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী সরকারবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের বয়স আনুমানিক প্রায় ১৩০ বছর।

উদ্বোধনে দেশ জাতির কল্যাণ কামনা করে ও এই মসজিদের উন্নয়নের জন্য মোনাজাাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ্ব রেজাউল করিম।