দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহ’র গণসংযোগ

দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহ গণসংযোগ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আসন্ন দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর দ্বারে দ্বারে নারীকেল গাছ প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান মেয়র শাহনেওয়াজ শাহানশাহ।

১২ ফেব্রুয়ারি পৌর শহরের বাজার ব্যবসায়ী, হোটেলসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানে এবং সাধারণ জনগণ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতা ও তার সমর্থকরা সাথে ছিলেন।

ভোট প্রার্থনার সময় তিনি বিগত পাঁচ বছরের উন্নয়ন ভোটারদের মাঝে তুলে ধরেন।বর্তমান মেয়র শাহনেওয়াজ শাহান শাহ বলেন, আমি ২০১৬ সালে দলীয় প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পৌরসভাকে বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত করেছি। পাড়ায়, মহল্লায় রাস্তা ও ড্রেন হয়েছে। অসহায় লোকজন পেয়েছে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড। দেওয়া হয়েছে মাতৃত্বকালীন ভাতা। বিশেষ করে শহরের সড়কে রাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। পৌরবাসী পেয়েছে সুন্দর আধুনিক পৌর শহর।

তিনি আরও বলেন, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে। মেয়র হিসেবে করোনাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। পৌরবাসীর ঘরে-ঘরে পৌঁছে দিয়েছি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ ছাড়াও নিজের অর্থায়নে অসহায় পরিবারদের আর্থিক সহযোগিতা, গরীব শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিয়েছি, টিকিট কালোবাজারী বন্ধ করেছি, পৌর শহরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করেছি। আগামী দিনে পৌরসভা উন্নয়নের লক্ষ্যে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।