দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, সুস্থ ৩৭৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৪২তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩৭৪ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৬ জন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৬৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ৮ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

১৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ২৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১১৩ জন কম শনাক্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৮৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৬ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৯ লাখ ৭৭ হাজার ৬৮৩টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ৫৭ হাজার ৫৩৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। গতকাল পর্যন্তএই হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৭৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪২২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ০৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৯৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ১১৪ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৭১৭টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪৩টি ও বেসরকারি ৬৭টিসহ ২১০টি

পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৭১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৩২৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৪৫৭টি কম নমুনা পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।