রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ বৃদ্ধি বাইডেন প্রশাসনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রশাসন সম্প্রতি পুতিন-বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির গ্রেপ্তার নিয়ে রুশ সরকারের বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু এই বৈরিতা দু’দেশের পরমাণু চুক্তিতে কোনও ছায়া ফেলল না।

জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠরা যার তুমুল সমালোচনা করেছেন।

জানা গেছে, ৬ ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। তবে তার আগেই নতুন মার্কিন পররাষ্ট্র সচিব টনি ব্লিঙ্কেন পূর্বের সেই পরমাণু চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানিয়ে দেন।

তিনি জানান, চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আমেরিকার মানুষকে পরমাণু অস্ত্রের হাত থেকে রক্ষায় বদ্ধপরিকর বাইডেন। তাই চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।সূত্র:আনন্দবাজার পত্রিকা।