মিয়ানমারে এক বছরের জন্যে জরুরি অবস্থা জারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারের সেনাবাহিনী এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

এর আগে ১ ফেব্রুয়ারি ভোরে সেনাবাহিনী দেশটির বেসামরিক নেতা অং সান সুচি এবং প্রেসিডেন্টসহ অন্যান্য সিনিয়র নেতাদের আটক করে।

সেনাবাহিনীর মালিকানাধীন মাওয়াধি টিভির এক ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ প্রয়োজন।

নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম মোকাবেলায় দেশটির নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।