গণতন্ত্র-মানবাধিকার ও গণমাধ্যম ভাবনা শীর্ষক আলোচনা

বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় গণতন্ত্র-মানবাধিকার ও গণমাধ্যম ভাবনা শীর্ষক আলোচনা সভা ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।

জুম অ্যাপের মাধ্যমে উদ্ধোধনী বক্তব্য রাখেন রাজশীহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনিসুর রহমান। বিষয় ভিত্তিক আলোচনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর-সিন্ডিকেট সদস্য ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, লেখক ও গবেষক ড. মাহমুদুল হাসান।

ইউনিটির সভাপতি শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন। একে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল, সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রফিকুল বারী মামুন, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, শেখ কামাল কলেজের প্রিন্সিপাল শফিউল আলম স্বপন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাট্যজন আবুল মুনসুর খান দুলাল। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংবাদিক এস এম আলফাহাদ ও আইটি ইনস্ট্রাক্টর হাতেম আলী।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন (যমুনা টিভি-দেশ রূপান্তর), ডিবিসি নিউজ-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার-এসএ টিভির প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, নিউজ ২৪ টিভির প্রতিনিধি মামুন, বিজয় টিভির প্রতিনিধি জুয়েল রানা, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টের সভাপতি আতিকুর রহমান ভুট্টো, মালঞ্চ আল আমিজন জমিরিয়া কামিল মাদরাসার প্রভাষক আব্দুল আজিজ, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির সোনাহার, কাজাইকাটা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম লুইস, আদ্রা আব্দুল মান্নান হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও গীতিকবি ফরহাদ হোসেন, কবি সোলায়মান, ছড়াকার-রাজনীতিক দেলোয়ার হোসেন দেলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।