নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের জয়কে মার্কিন কংগ্রেসের অনুমোদন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন আইন প্রণেতারা ৭ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। এর ফলে আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার পথে আর কোন বাধা রইল না।

পার্লামেন্টের যৌথ অধিবেশন শেষে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বাইডেনের পাওয়া ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট এবং বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাওয়া ২৩২টি ভোট সার্টিফাই করেছেন।

এর আগে অধিবেশন চলাকালে ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা পার্লামেন্ট ভবনে হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময়ে এক নারী প্রাণ হারায়।

অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে আবার তা শুরু হয়।