ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ৩ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশ পরিচালনা করবে ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। দেশ এখন ডিজিটালে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ভাইস চেযারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন করেন।