বকশীগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৯ ডিসেম্বর বেলা ১১টায় বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুুকদার।

জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার শাহীন, বকশীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুুমুল হক সিদ্দিকী, সারমারা নাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন।

প্রতিযোগিতায় ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।