নতুন পাঠ্যপুস্তক পেল দেওয়ানগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি একে মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে বই বিতরণ করা হয়।

বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নতুন বই বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

একাডেমিক সুপারভাইজার সজল ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ নতুন বই গ্রহণ করেন। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয়ের ৬ হাজার ৬২৬ সেট এবং সপ্তম শ্রেণির সাত বিষয়সহ মোট ৪৩ হাজার বই বিতরণ করা হয়।