মাদারগঞ্জে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিলা ও কিশোরীদের সুরক্ষার জন্য টেকসই উদ্যোগ কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকালে মাদারগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চাঁদপুর সন্ধাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় মাদারগঞ্জ মডেল থানা এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সীমা রানী সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সামিউল আলম পিপিএম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত কবির হোসেন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জগলু, চাঁদপুর সন্ধাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাজু প্রমুখ। সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার এসআই আসিফুল হক।

এ সময় মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা ও মহিলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।