বকশীগঞ্জে পৌর এলাকায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় পৌর এলাকার বয়স্ক, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ২১৯ জনের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যাগে এবং বকশীগঞ্জ পৌরসভার সহযোগিতায় ৯ ডিসেম্বর দুপুরে পৌর কার্যালয়ে ভাতার বই বিতরণ করা হয়।

প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এবং বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, সহসভাপতি জয়নাল আবেদিন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।