
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন। উদ্ধোধনী বক্তব্য রাখেন- হানাদারমুক্তকারী আব্দুল করিম মেম্বার।
অনুষ্টানে বিশেষ আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, সরকার আব্দুস সালাম বকুল, সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও ন্যাপ সভাপতি আলমগীর আহম্মেদ শাহ্জাহান।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।