
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা পরিষদে যুক্ত হলো ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট। ৭ ডিসেম্বর সকালে জেলা পরিষদ ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক এশিয়া লিমিটেডের এজেন্ট ম্যানেজার মো. সাইদুর রহমান রাসেল ও ব্যাংক কর্মকর্তা আজহারুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন। এর আগে ফিতা কেটে ব্যাংক এশিয়া এজেন্টের শুভ উদ্বোধন করা হয়।