
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নূর মুহাম্মদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ ডিসেম্বর বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের প্যাঁচারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার রিপন মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু নূর মুহাম্মদ ৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরের কিনারায় বল দিয়ে খেলছিল। খেলার এক পর্যায়ে পুকুরের পানি পড়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়দের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।