
আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুর পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
৩০ নভেম্বর সন্ধ্যায় বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর হাতে মনোনয়নপ্রত্যাশীরা ফরম জমা দেন।
এছাড়াও এদিন সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান মিজান ও সোহরাব হোসেন বাবুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দর্লীয় মনোনয়ন জমা দেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জানান, আসন্ন জামালপুর পৌরসভা নিবার্চনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।