নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে গণজাগরণ তৈরির লক্ষ্যে জামালপুরে ২৬ নভেম্বর বাউল সঙ্গীতের আসর এবং পথনাটকের আয়োজন করা হয়। কমিউনিটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
জামালপুর পৌরসভাধীন শহরতলী বামুনপাড়া গ্রামে অনুষ্ঠিত পথ নাটক ও বাউল সঙ্গীতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইমান আলী। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন বেগম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন খান প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা প্রমুখ।
ব্র্যাকের সহায়তায় দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। অনুষ্ঠানে স্বপ্ন নাট্যদলের পথনাটক প্রদর্শন এবং লুৎফর বাউলের দল পরিবেশিত মনোজ্ঞ বাউল সঙ্গীতের আসর উপভোগ করেন উপস্থিত দর্শক শ্রোতারা। উভয় অনুষ্ঠানের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান সূত্রে জানা যায়, নারী ও শিশুর প্রতি নির্যাতন ও যৌন হয়রানী প্রতিরোধ, নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে কিশোর ও পুরুষদের উদ্বুদ্ধ করা এবং বাল্যবিয়ে রোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং চলমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামজের বিভিন্ন শ্রেণির মানুষদের ভূমিকা রাখার উদ্দেশ্যে কমিউনিটি মবিলাইজেশন বা সমাবেশ করা হয়।
সভায় নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ধরন ও কৌশলের ওপর বিভিন্ন ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।